ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

৭ দিনে কাশ্মীর সীমান্তে ১৫ পাকিস্তানি সেনা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, অক্টোবর ২৮, ২০১৬
৭ দিনে কাশ্মীর সীমান্তে ১৫ পাকিস্তানি সেনা নিহত

ঢাকা: গত এক সপ্তাহে জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনায় ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৮ অক্টোবর) বিএসএফ’র উচ্চপদস্থ কর্মকর্তা অরুণ কুমারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

তিনি জানান, গত সপ্তাহে ভারত-পাকিস্তান সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনারা। এ সময় ভারতের সীমান্তরক্ষীরা পাল্টা গুলি চালালে পাকিস্তানি ১৫ জন সেনা নিহত হন। গত পাঁচ দিনে পাক বাহিনীর গুলিতে তিন বিএসএফ জওয়ান নিহত হয়েছেন।

এছাড়া, এক সপ্তাহ আগে জম্মু আন্তর্জাতিক সীমান্তে গুলিতে সাত পাকিস্তানি নিহত হয়েছেন বলেও দাবি করেন অরুণ কুমার।

এদিকে, গত ২৪ ঘণ্টা¬য় জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌরি, সাম্বা, আব্দুলিয়া, আরএস পুরা ও সুচিতগড় জেলায় গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৫টা থেকে নাউশেরা, সুন্দরবানি এবং পালনওয়ালা জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।