ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

দেশে দেশে ঈদের জামাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, সেপ্টেম্বর ১২, ২০১৬
দেশে দেশে ঈদের জামাত

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে সোমবার (১২ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে ঈদ-উল-আজহা। কোরবানির আনুষ্ঠানিকতা শুরুর আগে ঈদের নামাজ আদায়ে সবাই জড়ো হয়েছেন মসজিদে।

ইতোমধ্যে পূর্ব থেকে পশ্চিমের বিভিন্ন দেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় ঈদের জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা।

অস্ট্রেলিয়ার পূর্ব সিডনিতে স্থানীয় মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন।

ফিলিপাইনের ম্যানিলার রিজেল পার্কে ঈদের ‍নামাজ আদায়ে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই নগরীর দেরাতে অবস্থিত ঐতিহ্যবাহী দুবাই ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদে জাতীয় মসজিদ ধিরায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায়ের পর দোয়া, খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

‌ইন্দোনেশিয়ার জাকার্তায় ইশতিকলাল মসজিদে ঈদ-উল আজহার নামাজ আদায়ে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঈদ-উল আজহা উদযাপিত হচ্ছে। তবে চন্দ্রবর্ষ অনুযায়ী ১০ জিলহজ্জ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ঈদ-উল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।