ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

কুয়েতে ইরান ও হেজবুল্লাহর ২ গুপ্তচরের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
কুয়েতে ইরান ও হেজবুল্লাহর ২ গুপ্তচরের ফাঁসি

ঢাকা: ইরান ও লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর গুপ্তচর বৃত্তির দায়ে কুয়েতে দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছে স্থানীয় ‍আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।

কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, দণ্ডাদেশ ঘোষণার সময় ইরানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে অভিযুক্ত ব্যক্তি আদালতে ছিলেন না। তবে, ছিলেন হেজবুল্লাহর পক্ষে গুপ্তচর বৃত্তিতে অভিযুক্ত অপর ব্যক্তি। তিনি কুয়েতি নাগরিক।

একই অভিযোগে দোষী সাব্যস্ত করে আরও ক’জনকে ৫-২৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।