ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ক্যাসিনো ও শপিং মলে হামলায় দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, জানুয়ারি ১২, ২০১৬
ইরাকে ক্যাসিনো ও শপিং মলে হামলায় দায় স্বীকার আইএসের

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদসহ একাধিক স্থানে দফায় দফায় বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে থেকে রাত পর্যন্ত এসব হামলা চালানো হয়।

এসব হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়, রাতে রাজধানীর আল জাওহারা শপিং মলে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। বাগদাদে এ ধরনের আরও একটি বোমা হামলা হয়। এছাড়া এ দিন রাজধানীর অদূরে দিয়ালা প্রদেশের মুকাদাদিয়া শহরে একটি জুয়ার আসরেও (ক্যাসিনো) হামলা চালায় জঙ্গিরা।

সোমবার স্থানীয় সময় রাতে এক বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করে নেয় আইএস।

** ইরাকে ক্যাসিনো ও শপিং মলে হামলায় নিহত ৪৪

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।