ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ইয়েমেনে ইরানি দূতাবাসে বিমান হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ইয়েমেনে ইরানি দূতাবাসে বিমান হামলার অভিযোগ

ঢাকা: ইয়েমেনে ইরানি দূতাবাসে বিমান হামলা হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বুধবার (০৬ জানুয়ারি) দিনগত রাতে সানায় ইরানি দূতাবাসে হামলার ঘটনাটি ঘটেছে।



এ ঘটনায় সৌদি আরবের দিকে আঙ্গুল তুলেছে ইরান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, সৌদি জেট বিমান থেকে দূতাবাসে হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি বলেছেন, কূটনৈতিক এলাকায় এ হামলা পরিচালনা করে রিয়াদ আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। সৌদি সরকার এর জন্য দায়ী।

সম্প্রতি ২০১১ সালে আরব বসন্তে জোর সমর্থন জানানো শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকেই সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।