ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রাশিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ১১ ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার দক্ষিণাঞ্চলে দাগেস্তানে ঐতিহাসিক দুর্গে এক বন্দুকধারীর হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।



কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ১২ জন আহত হয়েছেন, পরে যাদের একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দাগেস্তানের এই দুর্গটি পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।