ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, ডিসেম্বর ১১, ২০১৫
ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তরাঞ্চলে শুক্রবার সকালে জঙ্গি সংগঠন বোকো হারামের আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন।



শুক্রবার (১১ ডিসেম্বর) দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জানান, দুইজন পৃথকভাবে আত্মঘাতী বোমা হামলায় অংশ নেয়। এর মধ্যে একজন আত্মঘাতী বোমারুর বোমা বিস্ফোরণে ওই ঘটনা ঘটে।

গত সপ্তাহে বিভিন্ন হামলায় প্রায় ১০০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ