ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

আলোচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আলোচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়া

ঢাকা: পারস্পরিক সম্পর্ক জোরদারে ফের আলোচনায় বসেছে কোরীয় উপদ্বীপের দুই দেশ। এবার উত্তর কোরিয়ায় সীমান্তবর্তী কায়েসং শিল্পাঞ্চলে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।



এর আগে গত ২৬ নভেম্বর দুই কোরিয়ার সীমান্তবর্তী ‘যুদ্ধবিরতি গ্রাম’ নামে পরিচিত পানমুনজমে উভয় দেশের শীর্ষ প্রতিনিধিরা বৈঠকে বসেন।

গত আগস্টে সীমান্তে এক বিস্ফোরণে দুই দক্ষিণ কোরীয় সেনা আহত হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন এক বৈঠকে উত্তেজনা নিরসন করা হলেও সম্পর্ক জোরদারে গত নভেম্বর থেকে উদ্যোগী হয় উভয় দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ