ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় হামলাকারীদের বাড়ি যেন অস্ত্রাগার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৭, ডিসেম্বর ৪, ২০১৫
ক্যালিফোর্নিয়ায় হামলাকারীদের বাড়ি যেন অস্ত্রাগার ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হামলার ঘটনায় পুলিশি অভিযানে নিহত সন্দেহভাজন দুই আক্রমণকারীর বাড়িতে বিপুল সংখ্যক বোমা, অস্ত্রশস্ত্র ও কয়েক হাজার রাউন্ড গুলি পাওয়া গেছে। তাদের বাড়িকে ছোট খাট অস্ত্রাগার বলে অভিহিত করেছে স্যান বার্নারদিনো পুলিশ।



বুধবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারদিনোতে অবস্থিত আন্তঃদেশীয় আঞ্চলিক কেন্দ্রে এক অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

এ ঘটনায় পুলিশি অভিযানে সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাসফিন মালিক (২৭) নামে দুই সন্দেহভাজন নিহত হন।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।