ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে বন্দুকধারীর হামলায় দুই নিরাপত্তা রক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, নভেম্বর ১৮, ২০১৫
সৌদি আরবে বন্দুকধারীর হামলায় দুই নিরাপত্তা রক্ষী নিহত

ঢাকা: সৌদি আরবের পূর্বাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত একটার দিকে (বাংলাদেশ সময় ভোর চারটা) দেশটির পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের শিয়া অধ্যুষিত এলাকা সেইহাতে এ হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, সেইহাতে টহল দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে অজানা একটি স্থান থেকে গুলি ছোড়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো সংগঠন দায় স্বীকার করে নেয়নি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।