ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় চীনের অস্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০
ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় চীনের অস্বীকৃতি

বেইজিং: ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নতুন নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।



বিবৃতিটিতে জিয়াং ইউ বলেন, “ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বহুপাক্ষিক নিষেধাজ্ঞায় চীন অস্বীকৃতি জানাচ্ছে। ”

তিনি বলেন, “আমরা আশা করছি, এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলো কূটনৈতিক তৎপরতায় অংশ নেবে এবং আলোচনা ও সমঝোতার মাধ্যমে এর সমাধান করবে। ”

ইরানের তেল ও গ্যাস শিল্পকে লক্ষ্যবস্তু করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে জাতিসংঘ চতুর্থ বারের মতো দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতেই জাতিসংঘ গত মাসে এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad