ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার সিরতে দখল করে নিয়েছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, জুন ১০, ২০১৫
লিবিয়ার সিরতে দখল করে নিয়েছে আইএস

ঢাকা: লিবিয়ার সিরতে দখল করে নেওয়ার দাবি করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

ম্যারিল্যান্ডভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে মঙ্গলবার (০৯ জুন) লিবীয় মিলিশিয়া বাহিনী ফজরের দখল থেকে সিরতে হাতছাড়া হয়ে যাওয়ার খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সাইট জানায়, আইএসের পক্ষ থেকে কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে অনলাইনে। সিরতের সঙ্গে সঙ্গে এখানকার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও হাতছাড়া হয়ে গেছে ফজর যোদ্ধাদের।

লিবিয়ার পূর্ব ও পশ্চিমপ্রান্তের সঙ্গে সংযোগ স্থাপণকারী সিরতে দখলে চলে আসায় দেশেটিতে আইএস আগের চেয়ে আরও মারাত্মক আকারে আগ্রাসন চালানোর সুযোগ পেয়ে গেল বলেই মনে করছেন অনেক বিশ্লেষক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফজর বাহিনী সিরতের সঙ্গে সঙ্গে একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, আল-জাল্লিত সেনা ক্যাম্প ও আল-কার্দাবিয়াহ ঘাঁটিও হারালো।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।