ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ধেয়ে যাচ্ছে সাইক্লোন ‘আসোবা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, জুন ৯, ২০১৫
ভারতে ধেয়ে যাচ্ছে সাইক্লোন ‘আসোবা’

ঢাকা: ভারতের পশ্চিমাঞ্চলীয় গোয়া উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন ‘আসোবা’। আরব সাগরে তৈরি সাইক্লোনটি মুম্বাই থেকে পাঁচশ ৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

এটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর।

মৌসুমি এ সাইক্লোনের প্রভাবে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূল ছাড়াও পাকিস্তানের দক্ষিণে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে।

প্রাথমিকভাবে এটি উত্তর-উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে এটি ভয়ঙ্কর সাইক্লোনে রুপান্তরিত হবে।

তবে এর গতিপথ দেখে মনে হচ্ছে, এটি ভারতে নাও আঘাত হানতে পারে। সেক্ষেত্রে এটি ওমানে আঘাত হান‍ার কথা বলছে দেশটির আবহাওয়া অধিদফতর।
 
আমরা এর গতিপথ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। এটি বর্তমানে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে এগুচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এর তীব্রতা ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে বলেন জানান আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা।

এদিকে, সাইক্লোন মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকার।

তবে কবে নাগাদ সাইক্লোনটি আঘাত হানতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।