ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পালিয়ে যাওয়া আসামিদের ধরতে যুক্তরাষ্ট্রে পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, জুন ৮, ২০১৫
পালিয়ে যাওয়া আসামিদের ধরতে যুক্তরাষ্ট্রে পুরস্কার ঘোষণা

ঢাকা: কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই আসামি সম্পর্কে তথ্য দিতে ১ লাখ মাকির্ন ডলার ঘোষণা করেছে নিউইয়র্ক কতৃর্পক্ষ।

গত শনিবার (৬ জুন) সকালে দুই আসামি ড্যানেমোরা ক্লিনটন কারেকশনাল ফ্যাসিলিটি থেকে পলিয়ে যায়।

পরে ওই দুই আসামিকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থলপথ ও আকাশপথ বন্ধ করে দেয়। এমনকি রিচার্ড ম্যাট (৪৮) ও ডেভিড সোয়াক (৩৪) নামের ওই দুইজনকে গ্রেফতারের জন্য বাড়িতে বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হয়।

সোমবার (৮ জুন) শহরের গভর্নর অ্যান্ডু কিউমো প্রত্যেক আসামিকে পুনরায় গ্রেফতারে সাহায্য করার জন্য ৫০ হাজার ডলার করে পুরস্কার ঘোষণা করেন।

টেলিফোনে এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, তারা (দুই আসামি) খুনি। তারা হত্যকারী। প্রত্যেকেই ভয়ংকর, আবারো খুন করতে পারে।

তিনি শহরের জন্য এখন শঙ্কট মুহূর্ত বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।