ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে বিমান দুর্ঘটনা: বান কি মুনের শোকবার্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০
পাকিস্তানে বিমান দুর্ঘটনা: বান কি মুনের শোকবার্তা

জাতিসংঘ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিমান বিধ্বস্ত হয়ে ১৫২ আরোহীর সবাই নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন শোক প্রকাশ করেছেন।

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে সমবেদনা জানিয়ে তিনি একটি শোক বার্তা পাঠিয়েছেন।



জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, “আজ ইসলামাবাদে বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানীর মহাসচিব গভীর শোকাহত হয়েছেন। ”

ইসলামাবাদের মারগালা পাহাড়ে বুধবার সকালে ভারি বর্ষণ ও পরিষ্কার দেখতে না পেয়ে ১৫২ জন আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক এক্সপ্রেস টিভিকে বলেন, “কেউ বেঁচে নেই। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১১০০ ঘন্টা, ২৯ জুলাই, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।