ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন ৭ মে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১
সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন ৭ মে

সিঙ্গাপুর: সিঙ্গাপুরের সাধারণ নির্বাচন আগামী ৭ মে। এ লক্ষ্যে মঙ্গলবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট এসআর নাথান।

খবর এএফপি ও স্ট্রেইটস টাইমসের।

আগামী ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে প্রধানমন্ত্রীর অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট নাথান।

সিঙ্গাপুরের বর্তমান ভোটার সংখ্যা প্রায় ২৩ লাখ। ৮৭টি ওয়ার্ডে বিভক্ত সিঙ্গাপুর পার্লামেন্টের আসন সংখ্যা ৮৪টি। দেশটির নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রতিজন প্রার্থীকে জমা দিতে হবে ১৬ হাজার সিঙ্গার ডলার বা বাংলাদেশি টাকায় ৮ লাখের কিছু বেশি।

২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী সিঙ্গাপুরের মোট জনসংখ্যা ৫০ লাখের কিছু বেশি। এর মধ্যে প্রায় ৩৬ শতাংশ বিদেশি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানা যায়, প্রধানমন্ত্রী লি সিয়েন দুংয়ের পরামর্শক্রমে প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নেন। দেশটির সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

সিঙ্গাপুরে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৬ সালে মে মাসে। এ নির্বাচনে সংসদের ৮৪টি আসনের মধ্যে দুটি ছাড়া সবক’টি আসনে জয়লাভ করে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লির দল পিপল অ্যাকশন পার্টি (পিএপি)।

তবে বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে তারা আগের মতো জনসমর্থন পাবে না। বিদেশি শ্রমিকদের চাপে দেশটিতে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবারের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।