ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে পরাজয়ের আভাস নাকচ বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, ফেব্রুয়ারি ৮, ২০১৫
দিল্লিতে পরাজয়ের আভাস নাকচ বিজেপির

ঢাকা: নির্বাচনের আগে যেমন আভাস মিলেছিল নির্বাচনের পর বুথফেরত জরিপেও তেমনটি শোনা যাচ্ছে। অর্থাৎ সব জরিপই বলছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী দিল্লির বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছেন।

তবে মোদীর দল বিজেপি এ কথা মানতে নারাজ।

বুথফেরত জরিপের ফলাফল নাকচ করে দিয়ে বিজেপির এক নেতার দাবি, মঙ্গলবারের ফলাফল বলবে ভিন্ন কথা।

বিজেপির দিল্লির জেনারেল সেক্রেটারি রমেশ বিধুরি নামের ওই নেতা বলেন, বিজয় অর্জন করে সরকার গঠনের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব বুথফেরত জরিপ ভুল ছিল।

তবে তিনি এ-ও বলেছেন, যদি নির্বাচনে মোদী হেরেই যায় তাহলে এটা দিয়ে তার জনপ্রিয়তা যাচাই করা যাবে না, মোদী ঢেউ থেমে গেছে বলা যাবে না।

এছাড়া ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা শিথারামানও এক বিবৃতিতে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় পর্যবেক্ষকরা বলছেন, গত বছরের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর এ পরাজয় হবে ‘নির্ভার’ মোদীর জন্য বড় ধরনের ধাক্কা।

অন্যদিকে নির্বাচনে জয় দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালের ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ দেখছেন বোদ্ধারা। বছরখানেক আগে নানা কারণে দিল্লির মসনদ থেকে ৪৯ বছর বয়সী সাবেক শুল্ক কর্মকর্তা পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

** বুথ ফেরত জরিপে সংখ্যাগরিষ্ঠ আম আদমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।