ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ৮ শিশুকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, ডিসেম্বর ১৯, ২০১৪
অস্ট্রেলিয়ায় ৮ শিশুকে ছুরিকাঘাতে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ায় একটি বাড়ি থেকে ৮ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের সবাইকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

অস্ট্রেলিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে।

শুক্রবার দেশটি কুইন্সল্যান্ড রাজ্যের কেয়ার্নস শহরে এ মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। তবে ঘটনাটি কখন ঘটেছে, কারা একসঙ্গে আটজন শিশুকে হত্যা করলো এসব কিছুর তদন্তে নেমেছে গোয়েন্দারা।

বিবিসির খবরে আরো বলা হয়, ওই বাড়ি থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে নিহত শিশুদের সম্পর্কের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।

পুলিশ বর্তমানে ওই বাড়িতে কাউকে ঢুকতে দিচ্ছে না।

কুইনসল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে এলাকার বাসিন্দারা ছুরিকাঘাতে গুরুতর আহত নারীর খবর জানায়। এরপর বাড়ি থেকে ওই ৮ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।