ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এটা প্রতিশোধ: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, ডিসেম্বর ১৬, ২০১৪
এটা প্রতিশোধ: তালেবান ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীসহ ১২৬ জনকে হত্যা করেছে তালেবান।

ভয়াবহ হামলা সম্পর্কে তালেবানের মুখপাত্র মুহাম্মদ উমর খোরাসানি এক বিবৃতিতে বলেন, আমরা হামলার জন্য আর্মি স্কুল বেছে নিয়েছে।

কারণ সরকার আমাদের পরিবার ও নারীদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, হামলার মাধ্যমে আমাদের ব্যথা তাদের (সরকার) বোঝাতে চেয়েছি। এটি আমাদের প্রতিশোধ।

মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পুলিশ পরিহিত ছয়জন তালেবান জঙ্গি স্কুলের ভেতর প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। সেসময় স্কুলের ভেতর ৮ শতাধিক শিক্ষার্থী ছিল। কেউ কেউ বের হতে পারলেও ৫ শতাধিক শিক্ষার্থী আটকা পড়ে। এদের মধ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বন্দুকধারী আক্রমণকারীদের মধ্যে আত্মঘাতী বোমারু রয়েছে।

ঘটনাস্থল থেকে রয়টার্সের সাংবাদিক জানান, ভেতর থেকে প্রচণ্ড গুলি ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনটিকে জাতীয় শোক (ন্যাশনাল ট্রাজেডি) ঘোষণা করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই হামলার পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও আইনের শাসন নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ