ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অবৈধ অভিবাসন সমস্যার চিরতরে সমাধান করা হবে: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১
অবৈধ অভিবাসন সমস্যার চিরতরে সমাধান করা হবে: ওবামা

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন ব্যবস্থার সমস্যার চিরতরে সমাধান করা হবে বলে প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার তার রাষ্ট্রীয় ভাষণে একথা জানান। এ জন্য তিনি বিরোধীদলের সহযোগিতা আহ্বান করেন।



তিনি বলেন, ‘ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চিরতরে অভিবাসন সমস্যার সমাধান করা যাবে। আমাদের নাগরিকদের রক্ষা করতে আমি রিপাবলিকান এবং ডেমোক্রাটদের সঙ্গে কাঁধে কাঁধ মিরিয়ে কাজ করতে প্রস্তুত আছি। আমরা আমাদের আইন কার্যকর করব। ’

ওবামা আরও বলেন, হিসাব অনুযায়ী এক কোটি ১০ লাখ অবৈধ আভিবাসীকে তাদের পদমর্যাদার ওপর ভিত্তি করে এই সমস্যার বিষয়ে সমাধান করা হবে। এসব অভিবাসীর বেশিরভাগই লাতিন আমেরিকার।

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি জানি, আনুষ্ঠানিক আলোচনা কঠিন হবে এবং এটি সময়ের ব্যাপার। কিন্তু আসুন, আমরা রাতেই এ বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad