ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চিলিতে রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১০
চিলিতে রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্প

সান্তিয়াগো: চিলির উত্তর-পূর্বাঞ্চলের আন্তফাগাস্তা অঞ্চলে রোববার দিনের শেষে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূকম্পবিদরা এ তথ্য জানান।



মার্কিন ভূতত্ত্ববিষয়ক সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিলির কালামা থেকে ৮০ কিলোমিটার পুর্ব-উত্তরপূর্ব অঞ্চলে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৯১ দশমিক ৩ কিলোমিটার গভীরে। রোববার গ্রিনিচ সময় ০০১১টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, পৃথিবীর সবচেয়ে শুষ্ক অঞ্চল আতাকামা মরুভূমির কেন্দ্রে অবস্থিত কালামায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি চিলিতে রিখটার স্কেলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় সৃষ্ট সুনামিতে ৫২১ জন নিহত হয়। ওই বিপর্যয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল তিন হাজার মার্কিন ডলার।

চিলির জাতীয় জরুরি বিভাগ থেকে জানানো হয়, সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৩ ঘন্টা, ১২ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।