ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জার্মানিতে বার্ষিক বরফোৎসব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
জার্মানিতে বার্ষিক বরফোৎসব

বার্লিন: মন্ত্রমুগ্ধ বন, হরিণ, উড়ন্ত হাঁস এমনকি আগুন পর্যন্ত বরফ দিয়ে তৈরি করে অবাক করে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের। জার্মানির উত্তরাঞ্চলীয় রোয়েভার্সহাগেন শহরে চলা বার্ষিক বরফ উৎসবে চলছে এমনই সব মনোমুগ্ধকর বরফের ভাস্কর্য প্রদর্শনী।

খবর এপির।

আট বছর ধরে এই আয়োজন চলছে। বড়দিনে এর উদ্বোধন হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে।

পোল্যান্ড, ইউক্রেন, বুলগেরিয়া এবং জার্মানির ১২ জন শিল্পী দুই সপ্তাহের মধ্যে এই বরফের ভাস্কর্যগুলি তৈরি করেছে ।

ভাস্কর্যগুলি খোদাই করতে প্রায় ১৬০ টন বরফ প্রয়োজন হয়েছিল। আগামি বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এগুলি প্রদর্শিত হবে।

প্রদর্শিত ভাস্কর্যগুলি দীর্ঘসময় ধরে সংরক্ষণের জন্য ওই স্থানে শূন্যের নিচে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থা করা হয়।

উৎসবের শিল্প নির্দেশক ওথমার শিফার-বেলজ বলেন, শিল্পীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বরফ দিয়ে যথাযথ নকশাটি ফুটিয়ে তোলা।

উৎসবে আগতরা বরফের তৈরি শিল্প খুব উপভোগ করছে।

একজন দর্শনার্থী বলেন, ‘আমরা আগেও বরফের তৈরি ভাস্কর্যের প্রদর্শনী দেখেছি, তবে এই উৎসবটি আমাদের সবচেয়ে প্রিয়। ’

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ