ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অ্যান্টার্কটিকায় দক্ষিণ কোরিয়ার ট্রলার ডুবি: নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
অ্যান্টার্কটিকায় দক্ষিণ কোরিয়ার ট্রলার ডুবি: নিহত ২২

ওয়েলিংটন: দক্ষিণ কোরিয়ার গভীর সমুদ্রগামী একটি ট্রলার সোমবার অ্যান্টার্কটিকায় ডুবে ২২ জেলে নিহত হয়েছে ধারণা করা হচ্ছে। ট্রলারটি আকস্মিক ডুবে যাওয়ায় জেলেরা নিজেদের রক্ষা করার সুযোগ পাননি।

উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছে।

নিউজিল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, নাম্বার ওয়ান ইনসুং নামের ট্রলারটি ডুবে যাওয়ার পরপরই আরেকটি ট্রলার গিয়ে ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করে নিয়ে এসেছে। তবে বাকি ২২ ক্রু সদস্য যথাযথ পোশাক না পেলে সর্বোচ্চ ১০ মিনিট বেঁচে থাকতে পারবে।

সোমবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে অ্যান্টার্কটিক ঘাঁটি ম্যাকমুর্ডো থেকে এক হাজার নটিক্যাল দূরে নৌযানটি ডুবে যায়। তৎক্ষণাক পাঁচজন মারা গেছে বলে জানানো হয়। উদ্ধারকর্মীরা প্রথমে ভেবেছিলেন ১৭ জন ক্রর কাছে উদ্ধারপোশাক পৌঁছে গেছে।

উদ্ধারকারী দলের ডেভ উইলসন বলেন, ‘ক্রমেই জীবিত ব্যক্তিদের খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। ’

নৌবাহিনীর মুখপাত্র রস হেনডারসন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা বিপর্যয়ের কোনো সংকেত পাইনি। এ পর্যায়ে কী কারণে নৌযানটি ডুবে গেল তা আমরা জানি না। ’

এর আগে রস হেনডারসন জানিয়েছিলেন, ‘আমরা ২০ জনকে জীবিত উদ্ধার করেছি। চারজন মারা গেছে ও ১৮ জন নিখোঁজ রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad