ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কর হ্রাস বিল কংগ্রেসে পাস করানোর আহ্বান ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
কর হ্রাস বিল কংগ্রেসে পাস করানোর আহ্বান ওবামা

ওয়াশিংটন: অর্থনীতি পুনরুদ্ধার এবং চাকুরি সুযোগ বাড়াতে কর  হ্রাসের বিলটি কংগ্রেসে পাস করানোর জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা শনিবার রেডিও এবং ইন্টারনেট দেওয়া ভাষণে ডেমোক্রেট এবং রিপাবলিকান দলের কংগ্রেসদের প্রতি ওই আহ্বন জানান।



তিনি স্বীকার করেন বিলটি সম্পুর্ণ সঠিক নাও হতে পারে। কিন্তু আমেরিকানদের স্বার্থ বিবেচনা করেই এ  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওবামা সোমবার সন্ধায় ঘোষণা দেন, হোয়াইট হাউজ এবং বিপাবলিকানরা সম্মত হয়েছে যে তারা বুশ আমলের করা সকল প্রকার আয়ের ওপর কর হ্রাসের সিদ্ধান্তটি আরও দুই বছর বাড়াতে। ওই সিদ্ধান্তের মেয়াদ খুব শিগগিরই ওই সিদ্ধান্তের মেয়াদ শেষ হচ্ছে।

তারা ওই সিদ্ধান্তের পর ডেমোক্রেট কংগ্রেসদের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওবামা বলেন, আমি বুঝতে পারি আমার দলের কিছু নেতাকর্মী রিপাবলিকানদের সঙ্গে কর হ্রাসের বিষয়ে চুক্তি করায় আমার ওপর অসন্তুষ্ট। আমি উদ্বেগবে স্বাগত জানাই।

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, কংগ্রেসদের প্রতি আমার আস্থা আছে। তারা আগামী সপ্তাহে ভোটের মাধ্যমে সঠিক কাজটিই করবেন।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।