ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইংরেজির চেয়ে স্প্যানিশ ভাষার ভবিষ্যৎ ভালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
ইংরেজির চেয়ে স্প্যানিশ ভাষার ভবিষ্যৎ ভালো

হুয়াদালায়ারা: বিশ্ব জনসংখ্যার ১০ শতাংশ এক সময় স্প্যানিশ ভাষায় কথা বলবে। ২০৫০ সালের মধ্যেই এমন হবে।

আর মার্কিন যুক্তরাষ্ট্রে এই হার হবে সর্বাধিক। কিউবার ভাষাবিজ্ঞানী হুমবের্তো লোপেজ মোরালেস সোমবার একটি বইমেলায় এ মন্তব্য করেন। খবর এএফপি

স্প্যানিশ ভাষার একাডেমির প্রধান হুমবের্তো লোপেজ দর্শকদের উদ্দেশে বলেন, ‘এ ভবিষ্যতবাণী আমাদের খুশি করেনি। ’

হুমবের্তো লোপেজ মোরালেস তার ‘দ্য ইভল্যুশন অব দি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড’ বইয়ের জন্য এ মেলায় বিশেষ পুরস্কার পান।

বর্তমানে বিশ্বের বহুল ব্যবহৃত ভাষা ইংরেজি ও মান্দারিনের উল্লেখ না করে লোপেজ বলেন, ‘২০৫০ সালে বিশ্ব জনসংখ্যার ১ দশমিক ৪ শতাংশ মানুষ ফরাসি এবং ১ দশমিক ২ শতাংশ মানুষ জার্মান ভাষায় কথা বলবে। ’   

বর্তমান গবেষণায় দেখা গেছে, বিশ্ব জনসংখ্যায় ইংরেজি ভাষাভাষী জনগোষ্ঠী ৭ শতাংশ থেকে কমে ২০৫০ সালের মধ্যে মাত্র ৫ শতাংশে গিয়ে দাঁড়াবে।

একইসঙ্গে মধ্য একুশ শতকের মধ্যভাগে সারা বিশ্বের ৫০ কোটি ৮ লাখ মানুষ শেকসপিয়ারের ইংরেজি ভাষায় কথা বলবে। ব্রিটিশ কাউন্সিল এ তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।