ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাইলটের ঘুমই ম্যাঙ্গালুরের বিমান দুর্ঘটনার কারণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০
পাইলটের ঘুমই ম্যাঙ্গালুরের বিমান দুর্ঘটনার কারণ

নয়াদিল্লি: পাইলটের ঘুমের কারণে গত মে মাসে ভারতের দক্ষিণাঞ্চলীয় ম্যাঙ্গালুর শহরে বিমান দুর্ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির দেওয়া এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।



ওই দুর্ঘটনায় ১৫৮ জন যাত্রী-ক্রু নিহত হয়। সার্বিয়ার নাগরিক বিমানচালক স্লাতকো গ্লুসিকা তিন ঘণ্টার ভ্রমণকালে অধিকাংশ সময়ই ঘুমিয়ে ছিলেন। এ কারণে রানওয়েতে অবতরণ করার সময় সংকেত দেওয়া হলে তিনি তা টের পাননি। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি দুবাই থেকে ম্যাঙ্গালুরের উদ্দেশে আসছিল। অবতরণ করার সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এতে মাত্র আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি। মঙ্গলবার এটা বেসামরিক বিমানচলাচল মন্ত্রণালয়ের কাছে পেশ করা হয়েছে।

ছয় সদস্যের একটি তদন্ত আদলত দুর্ঘটনাটি অনুসন্ধান করে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।