ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

শিগগির মুক্তি পাচ্ছেন সুচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
শিগগির মুক্তি পাচ্ছেন সুচি

ইয়াঙ্গুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রি অং সান সুচিকে শিগগির মুক্তি দিতে যাচ্ছে জান্তাসরকার। এরই অংশ হিসেবে তার মুক্তির আদেশপত্রে শুক্রবার সই করেছে সরকার।

খবর বিবিসি ও আল জাজিরা’র।

সুচির মুক্তির বিষয়টা ছড়িয়ে পড়লে কয়েক হাজার সমর্থক তার বাড়ির আশপাশে জড়ো হতে থাকে। শুক্রবার গৃহবন্দিত্ব থেকে তাকে মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করেনি দেশটির সামরিক কর্তৃপ। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও এ পর্যন্ত পাওয়া যায়নি।

সুচির রাজনৈতিক দল এনএলডি জানায়, প্রায় দুই হাজার সমর্থক দলের প্রধান কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছে।

গত দশকের বেশিরভাগ সময়ই সুচি গৃহবন্দী অবস্থায় রয়েছেন। শনিবার তার গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হচ্ছে।

রেঙ্গুনে তার বাড়ির আশপাশে পুলিশের নড়াচড়াও বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।