ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজা সিটিতে হাজারের বেশি ভবন ধ্বংস করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, আগস্ট ২৫, ২০২৫
গাজা সিটিতে হাজারের বেশি ভবন ধ্বংস করল ইসরায়েল গাজা সিটিতে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

ইসরায়েল ৬ আগস্ট থেকে গাজা সিটিতে আগ্রাসন শুরু করার পর থেকে জেইতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। সেখানে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

রোববার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলমান গোলাবর্ষণ এবং অবরুদ্ধ রাস্তাগুলো ওই এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় বড় বাধা সৃষ্টি করছে। খবর আল জাজিরার।

সংস্থাটি আরও জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনো অসংখ্য নিখোঁজ ফিলিস্তিনির খবর পাচ্ছেন। কিন্তু তারা সাড়া দিতে পারছেন না। অন্যদিকে হামলার ভয়াবহতায় হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে পড়েছে।

সিভিল ডিফেন্স বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। কারণ মাঠপর্যায়ের টিমগুলোর সক্ষমতা চলমান ইসরায়েলি হামলার তীব্রতার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না।

তারা আরও জানায়, গাজা উপত্যকায় কোনো নিরাপদ জায়গা নেই। উত্তর-দক্ষিণ সবখানেই গোলাবর্ষণ চলছে। বেসামরিক লোকেদের ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি বাস্তুচ্যুতদের ক্যাম্পেও হামলা চালানো হচ্ছে।

এদিকে গাজা সিটি সম্পূর্ণ দখল করতে অগ্রসর হচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে ইসরায়েলি ট্যাংক সাবরা মহল্লায় ঢুকে পড়েছে, আর প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণের দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে।

গাজা সিটির আল-জাল্লা স্ট্রিটের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু রয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির অ্যাম্বুলেন্স বিভাগ।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।