ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কলম্বিয়ার ১৯ হাজার শিশু পতিতাবৃত্তির সঙ্গে জড়িত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

বগুতা: কলম্বিয়ার শিশু শ্রমে নিযুক্ত রয়েছে প্রায় ২০ লাখ শিশু । এদের মধ্যে ১৯ হাজার শিশুই পতিতাবৃত্তির সঙ্গে জড়িত।

গণমাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

শিশু শ্রমের উপর অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক কর্মশালায় প্রতিবেদনে ওই তথ্য উপস্থাপন করা হয়েছে।

দেশটির অ্যাটোর্নি জেনারেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পেনসা লেতিনা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ১০ লাখ কর্মজীবী শিশু শ্রমের বিনিময়ে কোনো অর্থ পায় না।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সবশেষ প্রতিবেদনে জানিয়েছে, লাতিন আমেরিকার সংখ্যালঘুদের ৫ লাখ শিশু কর্মজীবী।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ