ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বিস্ফোরণের মাত্র ১৭ মিনিট আগে প্যাকেট বোমাটি নিষ্ক্রিয় করা হয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
বিস্ফোরণের মাত্র ১৭ মিনিট আগে প্যাকেট বোমাটি নিষ্ক্রিয় করা হয়

প্যারিস: ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে পাওয়া একটি প্যাকেট বোমা বিস্ফোরণের মাত্র ১৭ মিনিট আগে নিষ্ক্রিয় করা হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাইস অর্তেফু এমনই তথ্য জানিয়েছেন।



তিনি জানান, দুবাই ও ব্রিটেনের দুটি বিমানবন্দরে গত সপ্তাহে দুইটি পৃথক প্যাকেট বোমা আটক করা হয়েছে। এর মধ্যে ব্রিটেনের বোমাটি বিস্ফোরণের কয়েক মিনিট আগে নিষ্ক্রিয় করা হয়। অর্তেফুর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।

ফরাসি দুটি টেলিভিশনকে অর্তেফু জানান, ‘ইয়েমেন থেকে দুটি পার্সেল বোমা যুক্তরাষ্ট্র যাচ্ছিল। আমি আপনাদের বলতে পারি একটি পার্সেল বিস্ফোরণের মাত্র ১৭ মিনিট আগে নিষ্ক্রিয় করা হয়। ’

পরবর্তীতে তিনি ফ্রান্সে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথাও বলেছেন। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি। বোমাটি বিস্ফোরণের খবর তিনি কোথায় পেয়েছেন সে বিষয়েও কিছু বলেননি।

তবে ব্রিটিশ যোগাযোগমন্ত্রী ফিলিপ হ্যামন্ড টাইমস পত্রিকাকে জানান, তার কাছে সময়ের ব্যাপারে কোনো নির্দেশনা নেই।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশ তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস বলেন, তিনি ফ্রান্সের দাবি নিশ্চিত করতে পারছেন না। তবে প্রত্যাখ্যানও করেননি তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ