ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পর্যটকদের মিয়ানমার সফরের আহ্বান সুচির সহকারীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০
পর্যটকদের মিয়ানমার সফরের আহ্বান সুচির সহকারীর

লন্ডন: মিয়ানমারে বিদেশীদের সফরের আহ্বান জানিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচির এক ঘনিষ্ঠ সহকারী।

মূলত সেনা শাসিত দেশটির জনগণের দুর্দশার প্রত্যক্ষদর্শী হওয়ার জন্য তিনি এ অনুরোধ জানান বলে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস বৃহস্পতিবার জানিয়েছে।

 

সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলটি আগে এ ধরনের পর্যটকদের সফর বাতিল করলেও এখন এ দেশ সম্পর্কে জানতে তাদের আহ্বান করা হচ্ছে বলে দলটির সহ-প্রতিষ্ঠাতা ইউন-থিন টাইমসকে জানান।

তিনি বলেন, ‘আমরা জান্তাকে সহায়তা করতে নয় বরং দেশটির পরিস্থিতি বুঝে এর জনগণকে সাহায্যের জন্য মিয়ানমারে তাদের সফরের আহ্বান জানাচ্ছি। ’

দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনের কয়েকদিন আগে তিনি এ মন্তব্য করেন। এনএলডি ৭ নভেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচন বর্জন করে এবং এ কারণে দলটি ভেঙ্গে দেয় দেশটির সামরিক জান্তা।

এদিকে গত ২০ বছরের মধ্যে অধিকাংশ সময় গৃহবন্দী থাকা সুচি এর আগে কোনো পর্যটকদের দেশটিতে আসার আমন্ত্রণ জানাননি। মূলত পর্যটকদের দেশটি থেকে দূরে রাখতে ১৯৯৬ সালে জান্তার তৈরি নিয়মের প্রতিক্রিয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন।

তবে পর্যটকদের আগমনে উপার্জিত অর্থ সেনাদের উন্নয়নে সাহায্য করার বিষয়টিতে সুচি উদ্বিগ্ন ছিলেন বলে টাইমস মন্তব্য করে।     

এ বিষয়ে ইউন বলেন, ‘যতো বেশি পর্যটক এ দেশে আসবে দেশটি ততো অর্থ উপার্জন করবে। তাই এধরনের ব্যবসা আমরা পছন্দ করিনা। ’

এদিকে বাইরের দেশের পর্যটকদের এ দেশে সফরের বিষয়টি সুচি ব্যক্তিগতভাবে সমর্থন করছেন কিনা এ বিষয়ে নিশ্চয়তা দেননি ইউন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ

welcome-ad