ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোতে গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০
মেক্সিকোতে গণকবরের সন্ধান

তুনসিনগো: গত মাসে অপহৃত ২০ জন মেক্সিকান পর্যটককে খুঁজতে গিয়ে একটি গণকবরে কমপক্ষে ১৮টি মৃতদেহের সন্ধান পেয়েছেন কর্তৃপক্ষ। টেলিফোনে তথ্য পেয়ে তাদের সন্ধানে বের হন কর্তৃপক্ষ।



গুয়েরেরো রাজ্যের তুনসিনগো শহরে বুধবার ওই মৃতদেহগুলো পাওয়া যায় বলে স্থানীয় গণমাধ্যম জানায়।

এ এলাকায় আরও মৃতদেহ পাওয়া যাবে বলে টেলিফোনে জানানো হয়। এ কারণে সেখানে এখনও অনুসন্ধান কাজ চলছে।

তবে খুঁজে পাওয়া মৃতদেহগুলো ৩০ সেপ্টম্বর নিখোঁজ হওয়া পর্যটকদের কিনা এ বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

আল-জাজিরার র‌্যাচেল লেভিন দেশটির রাজধানী থেকে বলেন, ‘এক মাস আগে নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে খুঁজে পাওয়াদের সম্পর্কের বিষয়টি আমরা নিশ্চিত নই। তারপরও তাদের চিহ্ণিত করতে শুক্রবার সকালে তাদের পরিবারের সদস্যরা ওই এলাকায় যাবেন। ’

এদিকে নিহতের এসব ঘটনার সঙ্গে মেক্সিকোর মাদক সহিংসতার সংযোগের বিষয়টি এখন আবিষ্কার করা অসম্ভব বলেও লেভিন জানান।

তিনি বলেন, ‘যখনই এমন কোনো গণহত্যা বা সহিংসতার খবর পাওয়া যায় তখনই মেক্সিকোর সরকার মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপর এর দায়ভার চাপিয়ে দেন। ’

‘ওই ২০ জনের সঙ্গে পাশ্ববর্তী অ্যাকাপুলকো রাজ্যের লা ফ্যামেলিয়া বাণিজ্য-সংগঠনের যোগযোগ ছিলো বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু তারা একসঙ্গে প্রতিবছর অ্যাকাপুলকোতে সফরে যান বলে ওদের পরিবার দাবি করে। ’

তবে একদিকে তদন্তের আগে যেমন প্রকৃত ঘটনা জানা সম্ভব নয়, একইভাবে এ মুহুর্তে মেক্সিকোতে তদন্ত সম্ভব নয় বলেও তিনি জানান।  

একইসময়ে অ্যাকাপুলকোতে মাদক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু হত্যাকারীকে এখনও আটক করা সম্ভব হয়নি।

২০০৬ সালের ডিসেম্বরে অপরাধী চক্রের বিরুদ্ধে সরকার সেনা অভিযান শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত সহিংসতায় ২৯ হাজারেরও বেশি লোক নিহত হন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।