ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, মে ১৯, ২০২৫
কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিজ রাইফেলের গুলিতেই ওই সেনা নিহত হয়েছেন।

রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে একটি সেনা চৌকিতে এই দুর্ঘটনাটি ঘটে। নিজের সার্ভিস রাইফেল থেকে নিজের ওপর গুলি ছুড়ে ওই সৈন্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার এই চরম পদক্ষেপ নেওয়ার পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।  ওই সৈন্যের বয়স ২৮ বছর এবং তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন।

প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে আত্মহত্যার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে দীর্ঘ সময় ধরে কঠোর দায়িত্বের চাপ সইতে না পেরে অনেক সেনা মানসিক অবসাদে ভোগেন।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।