ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করলো ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, মে ১০, ২০২৫
যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করলো ভারত-পাকিস্তান

চারদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশই।

এর আগে এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান সম্মত হয়েছে, তারা তাৎক্ষণিকভাবে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে।

ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই শনিবার (১০ মে) সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকরের তথ্য নিশ্চিত করে। ভারতের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেল ৫টা থেকে দেশটির সেনা, বিমান ও নৌ বাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গোলাবর্ষণ ও সামরিক তৎপরতা বন্ধ রাখবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স) ভারতীয় সময় দুপুর ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমওর সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে দুই পক্ষই সম্মত হয়, স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে এবং তা বিকেল ৫টা থেকে কার্যকর হবে।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত কার্যকর করতে দুই দেশই নিজ নিজ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। পাশাপাশি আগামী ১২ মে (সোমবার) দুপুরে দুই ডিজিএমওর মধ্যে পুনরায় আলোচনা হবে।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেন, পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। তবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে কোনো আপস করেনি এবং করবে না।

পরে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। আজ বিকেল সাড়ে চারটা থেকে (পাকিস্তানের স্থানীয় সময়) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।