ভারতের বেঙ্গালুরুতে একটি নির্জন স্থানে পড়েছিল ৩০ বছর বয়সী এক বিদেশি নারীর মৃতদেহ। গত বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পথচারীরা বেত্তাহালাসুর মেইন রোডের টেলিকম লেআউটের কাছে ওই নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন, তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে খবর দেন তারা।
ঘটনাস্থল থেকে পাওয়া নথিপত্রের ভিত্তিতে পুলিশ এসে মরদেহ শনাক্ত করে। মৃত বিদেশি নারী নাইজেরিয়ান নাগরিক। তার নাম লোয়েথ। নাইজেরিয়ার ক্রস রিভার (ওয়োনো) থেকে ভারতে এসেছিলেন তিনি। তবে এর বেশি তথ্য জোগাড় করতে পারেনি পুলিশ।
এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পুলিশের ধারণা- এই নাইজেরিয়ান নাগরিককে নির্যাতনসহ শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। এরপর এই নির্জন স্থানে ফেলে চলে গেছে হত্যাকারী। নিহতের গলায় ও কপালে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় বেঙ্গালুরুর চিক্কাজালা পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ কর্মকর্তারা এখনও ওই নাইরেজিয়ান নাগরিকের সম্পূর্ণ পরিচয় যাচাই করতে পারেননি। তদন্ত কর্মকর্তারা জানান, আমরা তার নাম এবং তিনি কোথায় থাকতেন তা শনাক্ত করেছি। তবে নথিপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার আগে আরও বিশদ জানা যাচ্ছে না। পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে যে, নিহত বিদেশি ভারতে অতিরিক্ত সময় অবস্থান করেছিলেন নাকি বৈধ ভিসা ছিল তার।
এসএএইচ