ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, তিন শিশুসহ নিহত ৬

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩২, এপ্রিল ১১, ২০২৫
যুক্তরাষ্ট্রে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, তিন শিশুসহ নিহত ৬ ম্যানহাটনের মিডটাউনের কাছে হাডসন নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন।

বিকেল সোয়া ৩ টার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সির মধ্যবর্তী বহমান নদীতে পড়ে যায়।  

হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে ধারণা ফ্লাইট রাডার২৪-এর।  
 
একজন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে জানান, হেলিকপ্টারটিতে থাকা ছয়জনের সবাই মারা গেছেন।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অথরিটি।
 
নদীর উভয় তীরে উদ্ধার অভিযান চলছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের পিয়ার৪০-এর কাছে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন।  

এদিকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার পানিতে আংশিক ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
 
বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ