ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, মার্চ ২১, ২০২৫
উত্তর কোরিয়ায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন। এর মধ্যেই আবার রাশিয়ার নিরাপত্তা প্রধান আলোচনার জন্য পিয়ংইয়ং পৌঁছেছেন।

শুক্রবার কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানায়, সাম্প্রতিক পরীক্ষায় নতুন অস্ত্রগুলোর উচ্চ নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, দেশের যুদ্ধ প্রস্তুতি সুবিধাজনক অবস্থায় রয়েছে।

খবরটি এমন সময়ে এলো যখন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ করেছে। এদিকে, পিয়ংইয়ং শুক্রবার পৃথকভাবে এই মহড়াকে আগ্রাসনমূলক যুদ্ধের মহড়া আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।

কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি পরিচালনা করে। এর লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা, যেটির উৎপাদন এরইমধ্যে শুরু হয়েছে।

সংস্থাটি তাদের প্রতিবেদনে পরীক্ষার সঠিক স্থান উল্লেখ করেনি। তবে জানিয়েছে, পরীক্ষায় কিম জং উনের সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বার্তাসংস্থাটি কিম জং উনের বক্তব্য উদ্ধৃত করে জানায়, এই পরীক্ষা প্রমাণ করেছে যে তাদের সেনাবাহিনী আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।