ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পানির নিচে ভাস্কর্য প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
পানির নিচে ভাস্কর্য  প্রদর্শনী

কানকুন: মেক্সিকোর কানকুনের অগভীর পানির তলদেশে ২০০টি ভাস্কর্য বসানো হয়েছে। মূলত পানির নিচের অসাধরণ প্রদর্শনীর চূড়ান্ত পর্ব হিসেবে এগুলো পানির নিচে বসানো হয়।

 

ওই এলাকার জাতীয় মেরিন উদ্যানের ৪২০ বর্গমিটারের শুষ্ক সমুদ্রের তলদেশে এ প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে।

‘দ্য সাইলেন্ট ইভুল্যুশন’ নামের এ প্রদর্শনীটি আগামী মাসে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

ব্রিটিশ ভাস্কর ও স্কুবা ডাইভার জেসন ডিকাইরেস টাইলরের ভাস্কর্য এখানে প্রদর্শিত হবে।

প্রদর্শনীতে স্বাভাবিক আকারের ৪০৩টি মনুষ্য আকৃতির ভাস্কর্য রাখা হয়েছে। প্রতিটি ভাস্কর্যই ডিকাইরেস টাইলরের তৈরি এবং প্রবাল জন্মানোর সুবিধার জন্য এতে বিশেষ সিমেন্টের মিশ্রণ ব্যবহার করা হয়েছে।

মূলত বিশ্বের প্রবাল প্রাচীরের নির্বিচার ধ্বংসের উপর আলোকপাত করার জন্য এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে টাইলর সিএনএনকে বলেন, ‘মূলত মাছের বংশবৃদ্ধি ও বসবাস স্থানে এলাকাটিকে রূপান্তরের জন্য কৃত্রিম প্রাচীর সৃষ্টি করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘পানির নিচে কাজ করা অবিশ্বাস্য আকর্ষণীয় একটি কাজ। এর রঙ্গ, আলো, আবহাওয়া এবং মেজাজ সম্পূর্ণই ভিন্ন। ’

শৈল্পিক এ প্রবাল প্রাচীরের উদ্যান বছরে ৭ লাখ ৫০ হাজার দর্শনার্থী আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।