ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

৩২ কিলোমিটার বিস্তৃত সোনার খনি পেল পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জানুয়ারি ১৪, ২০২৫
৩২ কিলোমিটার বিস্তৃত সোনার খনি পেল পাকিস্তান 

চরম অর্থনৈতিক সংকটের মধ্যে সুখবব পেল পাকিস্তান। দেশটি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ৩২ কিলোমিটার বিস্তৃত এক সোনার খনির খোঁজ পেয়েছেন তারা।

 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে   
অ্যাটকে অঞ্চলে ২৮ লাখ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। যার মূল্য প্রায় ৮০০ বিলিয়ন রুপি। পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও লিখেন,  ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ১২৭টি স্থানে নমুনা পরীক্ষা করেছে। এটি পাকিস্তানের খনিজসম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইলফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে।

এদিকে বর্তমান প্রাদেশিক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী সরদার শের আলি গোরচানি দৈনিক জং-কে জানান, স্বর্ণের মজুদ নিশ্চিত করতে সরকার গবেষণার ওপর জোর দিচ্ছে। চুরি রোধে খনি এলাকায় সরকার ১৪৪ ধারা আরোপ করেছে। খনিটি আন্তর্জাতিকভাবে নিলামে তোলা হবে।
জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।