ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত ৩৪ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, ডিসেম্বর ১৮, ২০২৪
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত ৩৪ 

মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।  

ঝড়টি ঘণ্টায় ২৬০ কিলোমিটার গতিতে দেশটির উপকূলে আছড়ে পড়ে।

যার ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। স্কুল, স্বাস্থ্য অবকাঠামো এবং নৌকাসহ বহু সম্পদ ধ্বংস হয়েছে।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, উত্তর মোজাম্বিকে ‘এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর মধ্যে একটির’ আঘাতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  

চিডোর তাণ্ডব মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বেশি প্রভাব ফেলেছে, যেখানে এর আগেও কয়েকটি ঝড় আঘাত হেনেছে।

এর আগে ঝড়টি ফরাসি দ্বীপ মায়োটে ধ্বংসযজ্ঞ চালায়, যেখানে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ