ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার ‘জবাইখানা’ কুখ্যাত কারাগারের বন্দিদের কী হলো?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
সিরিয়ার ‘জবাইখানা’ কুখ্যাত কারাগারের বন্দিদের কী হলো?

জাতিসংঘ একসময় 'মনুষ্য জবাইখানা' হিসেবে বর্ণনা করেছিলো এমন একটি কারাগার থেকে বন্দিদের মুক্ত করেছে সিরিয়ার বিদ্রোহীরা।

সেদনায়ার ওই কারাগারে হাজার হাজার বিরোধী সমর্থককে ফাঁসি ও নির্যাতনের অভিযোগ আছে।

আসাদের রাজনৈতিক বিরোধী ছাড়াও সেখানে কয়েক হাজার লোককে আটক করে রাখা হয়েছিল।

দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পরপরই রাজধানীর কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করে বিদ্রোহীরা। পরে কারাগারের ফটক খুলে দেন তারা। আজ রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার পর টেলিগ্রামে এই দাবি জানায় বিদ্রোহীরা।

কিছু ভিডিওতে কারাগার থেকে লোকজনকে বেরিয়ে আসতে দেখা গেছে। তবে এগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) রোববার এই কারাগার থেকে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে জানিয়ে টেলিগ্রামে ঘোষণা করে। এই বন্দীদের মুক্তি 'অবিচারের যুগের সমাপ্তি' বলে জানায় তারা।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।