ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কের কেন্দ্রস্থলে রেডিও-টিভি ভবন বিদ্রোহীদের দখলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, ডিসেম্বর ৮, ২০২৪
দামেস্কের কেন্দ্রস্থলে রেডিও-টিভি ভবন বিদ্রোহীদের দখলে

বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি রেডিও এবং টিভি ভবন দখল করে নিয়েছে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পাবলিক রেডিও এবং টিভি ভবনটি সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীকী স্থান। দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ার পাশাপাশি, এই ভবনটি ১৯৫০ এবং ৬০-এর দশকে ধারাবাহিক অভ্যুত্থানের সময় নতুন সরকার ঘোষণার জন্য ব্যবহৃত হত।

সিরিয়ার বিদ্রোহী সূত্র আল জাজিরা আরবিকে জানিয়েছে, আসাদের বাহিনী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে সরে গেছে।

বিদ্রোহীরা আরও জানিয়েছে তারা কুখ্যাত সায়েদনায়া কারাগার থেকে বন্দীদের মুক্ত করেছে।

এই কারাগারকে জাতিসংঘ একসময় ‘জবাইখানা’ হিসেবে বর্ণনা করেছিল। সেখানে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্যাতন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা যায়। আরও হাজার হাজার মানুষ কারাবন্দী ছিল।

এইচটিএস (হায়াত তাহরির আল-শাম) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছে, বন্দীদের মুক্ত করা হয়েছে।  একে তারা ‘সায়েদনায়ায় অবিচারের যুগের সমাপ্তি’ বলে অভিহিত করছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু ভিডিওতে কারাগারের প্রাঙ্গণ থেকে লোকজনকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।

সায়েদনায়া কারাগারে বন্দীদের এবং নিখোঁজদের সমিতি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দীরা ডামাস্কাসের নিকটবর্তী মানিন শহরের দিকে যাচ্ছেন।

এর আগে রয়টার্স, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন।  যদিও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তা স্বীকার করেনি। এবার সেই  রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভবনটি বিদ্রোহীদের দখলে যাওয়ার খবর এলো।   

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ