ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে আবারও অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে আবারও অগ্ন্যুৎপাত

জাকার্তা: দ্বিতীয়বারের মত ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। প্রথমবারের দুর্যোগে নিহত কয়েকজনকে গণকবর দেওয়ার কয়েক ঘণ্টা পর আবারও লাভার উদগিরণ শুরু হয়।



বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হওয়া উদগিরণে জাভার মধ্যাঞ্চলে গ্যাস ও ছাইয়ের কালো মেঘের সৃষ্টি হয়।

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজার হাজার মানুষ বর্তমানে অস্থায়ী আশ্রয় শিবিরে আছেন। তবে এখনও তাদের বাড়ি ফিরে না যাওয়ার অনুরোধ করছেন কর্মকর্তারা।

এদিকে আগ্নেয়গিরির দক্ষিণের সিদোরেজিও গ্রামের গণকবরে অন্তত ২০ জনকে সমাধিস্থ করার কিছুক্ষণ পরই নতুন করে উদগিরণ শুরু হয়। অন্যান্যদের ব্যক্তিগত আনুষ্ঠানিকতায় সমাধিস্থ করা হয়।
 
অগ্ন্যুৎপাতের শিকার অনেকে দ্বগ্ধ হয়ে বা দমবন্ধ হয়ে মারা যান বলে কর্মকর্তারা জানান। অগ্ন্যুৎপাতের ছাইয়ে ঢেকে যাওয়া এলাকায় আরও মানুষের খোঁজে উদ্ধারকর্মীরা অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছেন।

অগ্ন্যুৎপাতের আগাম সতর্কতা হিসেবে সোমবার কর্মকর্তারা ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেন। বাসিন্দাদের এলাকা ত্যাগের অনুরোধ জানান। কিন্তু ফসল ও গবাদি পশুর কারণে অনেকেই তখন বাড়িতে অবস্থান করছিলেন।

এদিকে আগ্নেয়গিরির ছাইয়ের কারণে এলাকা ত্যাগ করা অনেকেই শ্বাসকষ্ট ও অন্যান্য অসুস্থতায় ভুগছেন।  

বার্তাসংস্থা রয়টার্সকে গ্রাম্য চিকিৎসক বলেন, ‘ধূলার কারণে তাদের অনেকেই গলার জ্বালাপোড়া, ইনফুয়েঞ্জা, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, যাদের অধিকাংশই শিশু। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।