ঢাকা, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অপারেশন ব্লু-স্টারের নেতৃত্বদানকারী ভারতীয় জেনারেল লন্ডনে ছুরিকাহত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২
অপারেশন ব্লু-স্টারের নেতৃত্বদানকারী ভারতীয় জেনারেল লন্ডনে ছুরিকাহত

ঢাকা: ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কুলদীপ সিং ব্রার (৭৮) সোমবার লন্ডনে দুর্বৃত্তদের হামলায় ছুরিকাহত হয়েছেন।

হাসপাতালে চিকি‍ৎসাধীন জে. ব্রারের ‍অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



উল্লেখ্য, জে. ব্রার ১৯৮৪ সালে শিখদের পবিত্রতম গুরদুয়ারা স্বর্ণমন্দিরে ‘অপারেশন ব্লু-স্টার’ এর নেতৃত্ব দিয়েছিলেন।

এদিকে, জে. ব্রারের ওপর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন আগের সেই ঘটনার সঙ্গে এ ঘটনার কোনো সংযোগ আছে কি না তা অবশ্য পরিষ্কার নয়।

লন্ডনে ভারতীয় হাইকমিশন এ হামলার সত্যতা স্বীকার করেছে। তারা জানিয়েছে, তিন জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ব্রারকে তার হোটেলের বাইরে ছুরিকাঘাত করেছে। তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঘটনার সময় হামলাকারীরা তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলেও তিনি আহত হননি বলে হাইকমিশন নিশ্চিত করেছে।

১৯৮৪ সালে অপারেশন ব্লু-স্টারের ঘটনার পর লে. জেনারেল ব্রার শিখ জঙ্গি গ্রুপগুলোর হিট লিস্টে ছিলেন বলে জানা যায়।

জে. ব্রারের স্ত্রী এনডিটিভিকে বলেছেন, “আমরা স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় অক্সফোর্ড সার্কাসে হাঁটছিলাম। হঠাৎ তিনজন দাড়িওয়ালা লোক এসে হামলা করে এবং তার গলায় ছুরি চালানোর চেষ্টা করে। তবে তারা শিখ ছিল কি না তা বলতে পারছি না। আমি থ’ হয়ে এ ঘটনা দেখছিলাম আর চিৎকার করে সাহায্য চাচ্ছিলাম। কয়েক মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স আসে এবং আমার তাকে হাসপাতালে নিয়ে যাই। ”
 
অবসরপ্রাপ্ত জেনারেল ব্রার স্বর্ণমন্দিরে অভিযানে নেতৃত্বদানকারী হওয়ায় অবসরের পর নিরাপত্তাজনিত কারণে তাকে ভারতের মুম্বাই ক্যান্টনমেন্ট এলাকায়  উচ্চ নিরাপত্তা বেষ্টিত কম্পাউন্ডে রাখা হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়েছেন। সেসময় ভারতীয় সেনাদের মধ্যে প্রথম যারা ঢাকায় প্রবেশ করে পাকি সেনাদের আত্মসমর্পণে বাধ্য করেন তাদের মধ্যে তিনি অন্যতম।

এরপর ১৯৮৪ সালের ৫ জুন শিখ এবং অন্যান্য সেনাসহ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র খালিস্তানপন্থিদের বিরুদ্ধে অমৃতসরের স্বর্ণমন্দিরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জে. ব্রার।

শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র খালিস্তানের দাবিতে সশস্ত্র আন্দোলনরত শিখ চরমপন্থি গ্রুপটির নেতা ছিলেন সন্ত জর্নাল সিং ভিন্দ্রানওয়ালে।

অপারেশ ব্লু-স্টার নামের এ অভিযানে ভারতীয় কয়েকজন সেনা এবং ‍অপরপক্ষে সন্ত ভিন্দ্রানওয়ালেসহ বেশ কয়েকজন শীর্ষ শিখ বিচ্ছিন্নতাবাদী নিহত হন। তবে ব্রারের নেতৃত্বাধীন বাহিনী অবশেষেওই চরমপন্থি গ্রুপটিকে নির্মূল করতে সক্ষম হন।

এ অভিযান শিখ সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এ ঘটনার জেরেই তার শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন।

স্বর্ণমন্দিরে সেনা অভিযান ও তার পরবর্তী ঘটনাক্রমের বিশ্লেষণ করে ১৯৯০’র দিকে ‘অপারেশন ব্লু-স্টার: দ্য ট্রু স্টোরি’ নামে জে. ব্রার লেখা একটি গ্রন্থ প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa