ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ বেছে নিলেন ট্রাম্প 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, নভেম্বর ৮, ২০২৪
হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ বেছে নিলেন ট্রাম্প 

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে ৬৭ বছর বয়সী সুসি উইলসকে বেছে নিয়েছেন।  

শুক্রবার (৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন সুসি।

২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের আগেই ট্রাম্প প্রশাসন সাজানোর কাজ সারবেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য পছন্দের ব্যক্তিদের বাছাই করার অংশ হিসেবে প্রথম তিনি সুসির নাম ঘোষণা করলেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।  

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন। এটি অত্যন্ত প্রভাবশালী একটি পদ। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করবেন সুসি।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।