ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, আগস্ট ৩০, ২০২৪
মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ 

মালিতে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।  

শুক্রবার (৩০ আগস্ট) এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে প্রধান একটি সড়কে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে মন্ত্রণালয় জানায়, বাসটি ফানা থেকে বামাকোর উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা একেবারে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন না মেনে গাড়ি চালানোই এর প্রধান কারণ হিসেবে মনে করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।