ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় ২ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, আগস্ট ২২, ২০২৪
পাকিস্তানের পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় ২ শিশু নিহত

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একটি স্কুলবাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে দুই শিশুকে হত্যা করেছে। পুলিশ এমনটি জানিয়েছে।

 

বৃহস্পতিবার সকালে অ্যাটক জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুরা স্কুলে যাচ্ছিল। হামলায় আহত হয়েছে আরও পাঁচ শিক্ষার্থী। খবর আল জাজিরার।  

পুলিশ বলছে, সম্ভবত হামলাকারীদের লক্ষ্য ছিল বাসচালক। তিনিও আহত হয়েছেন।  

স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শিশুদের বয়স পাঁচ বছরের মতো।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাকিল বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আমাদের প্রাথমিক তদন্ত বলছে, চালকের সঙ্গে কারো শত্রুতা ছিল।  

জার্মানির ডিপিএ নিউজ এজেন্সির সঙ্গে কথা বলা আরেক পুলিশ কর্মকর্তা উসমান হায়দার বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিক তদন্তে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করা হয়েছে।

তিনি বলেন, হামলায় সন্ত্রাসবাদের কিছু আছে কি না, পুলিশ তা-ও খতিয়ে দেখছে।  
 
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকবি হামলার নিন্দা জানিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ ভালো চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন।  

অ্যাটক জেলা পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিম থেকে খুব বেশি দূরে নয়। সেখানে সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েছে।

২০১৪ সালে বন্দুকধারীরা উত্তর-পশ্চিমাঞ্চলে এক সামরিক স্কুলে হামলা চালিয়ে প্রায় ১৫০ শিক্ষার্থীকে হত্যা করে।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।