ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪০  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, জুলাই ৩, ২০২৪
মালিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪০  

আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। গত সোমবার দেশটির মোপ্তি অঞ্চলের ডিজিগুই বোম্বো গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

বিদ্রোহে জর্জরিত মধ্য মালির ওই অঞ্চলের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামটিতে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সশস্ত্র লোকেরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে, হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। কিছু লোক পালিয়ে যেতেও সক্ষম হয়, কিন্তু অনেককে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুরুষ। এটি গণহত্যা।  

কর্মকর্তারা হামলাকারীদের শনাক্ত করতে পারেননি তাছাড়া কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায়ও স্বীকার করেনি। খবর রয়টার্স 

সাহেল অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাতের উপকেন্দ্র হচ্ছে মালি তার । দেশটিতে জঙ্গি-বিদ্রোহী গোষ্ঠি গুলোর সঙ্গে সংঘর্ষে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।