ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

হোসনি মোবারক ২০১১ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিবেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
হোসনি মোবারক ২০১১ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিবেন

কায়রো: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক (৮২) আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিবেন। তার দলের শীর্ষস্থানীয় নেতা বৃহস্পতিবার এ কথা জানান।



আলহেরা টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাশনাল ডেমোক্রেটিক পাটির (এনডিপি) মুখপাত্র আল দিন হিলাল জানান, প্রেসিডেন্ট মুহাম্মদ হোসনি মোবারক আগামী বছর অক্টোবরের  প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। আমরা তার সাফল্য কামনা করি।

আগামী ২৮ নভেম্বর মিশরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় এক বছর পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।  

প্রেসিডেন্ট মোবারক ২০১১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিবে কি-না সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তবে গত মে মাসে ইতালি সফরের সময় সাংবাদিকরা তাকে এবিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আল্লাহই জানেন। ’

সরকারি দলের কিছু নেতা মোবারকের ছেলে গামালকে (৪৬) মোবারকের উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করছেন। যাতে প্রেসিডেন্ট অসুস্থ্য হয়ে পড়লে তিনি হাল ধরতে পারেন।

হোসনে মোবারক গত ৩০ বছর ধরে প্রেসিডেন্ট পদে অধিষ্টিত রয়েছেন।


বাংলাদেশ সময়: ১৯০৮, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।