ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্বার্থের বিরুদ্ধে কিছু হলেই জবাব দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
স্বার্থের বিরুদ্ধে কিছু হলেই জবাব দেবে ইরান

স্বার্থের বিরুদ্ধে কিছু হলেই ইরান জবাব দেবে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার এমন হুঁশিয়ারি দেন।

ইরানি এক বার্তা সংস্থা এ খবর জানায়।  

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে, ইসরায়েলের এমন হুঁশিয়ারির পরদিনই পাল্টা হুঁশিয়ারি এলো। খবর রয়টার্সের।  
 
রাইসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে বলেন, স্পষ্ট বলছি, ইরানি স্বার্থের বিরুদ্ধে ছোট পদক্ষেপও কেউ যদি নেয়, তার বিরুদ্ধে কঠোর, ব্যাপক এবং কষ্টদায়ক জবাব দেওয়া হবে।  

ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি সোমবার বলেন, ইসরায়েলে ইরানের হামলার জবাব দেওয়া ন্যায়সঙ্গত হয়ে দাঁড়িয়েছে। ১ এপ্রিল দামেস্কে ইরানি দূতাবাসে হামলার জবাবে শনিবার ইরান ইসরায়েলে সরাসরি হামলা চালায়।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘারি কানি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে সোমবার রাতে বলেন, ইসরায়েলের যে কোনো পাল্টা হামলার জবাব দেওয়া এক সেকেন্ডের বিষয় হবে। ইরান এবার আর ১২ দিন অপেক্ষা করবে না।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।